Rakul Jacky Wedding: ২১ ফেব্রুয়ারি গোয়াতে চারহাত এক হতে চলেছে রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানি
আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি গোয়াতে চারহাত এক হতে চলেছে রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানির। গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহন্দি,গায়ে হলুদ— বিয়ের সমস্ত আয়োজনই হয়েছে গোয়াতে। বুধবার দুপুর ৩টে নাগাদ সাত পাক ঘুরবেন তাঁরা। বিয়ের আয়োজনে কোনও কমতি থাকছে না। কিন্তু সব কিছুই হবে পরিবেশবান্ধব পদ্ধতিতে। তেমনই তাঁদের বিয়ের ধরনও আলদা। এক বার নয়, দু’বার বিয়ে করবেন তাঁরা।
বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমন ভাবে আলোচনা না করলেও কখনও লুকোছাপাও করেননি রকুলপ্রীত বা জ্যাকি, কেউ-ই। গত কয়েক বছরের প্রেমের পর নতুন বছরে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দুই বলিউড ব্যক্তিত্ব।
গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বই ফিরবেন তাঁরা। ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি। বহু হিট ছবি দিয়েছে তাঁদের প্রযোজনা সংস্থা। তাই জ্যাকি-রকুলের বিয়েতে যে বি-টাউনের খ্যাতনামী তারকারা আসবেন, সেটা অনুমান করাই যাচ্ছে। সেই সঙ্গে অতিথি তালিকায় নাম রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।