কলকাতা টুডে ব্যুরো:বহুদিন আগে থেকেই শুরু হয়েছে তৃণমূলের সমাবেশের প্রচার। এবার শেষ মুহূর্তে প্রস্তুতিতেও দেখা যাচ্ছে নয়া চমক।তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। প্রায় দু’-আড়াই বছর অকেজো অবস্থায় পড়েছিল টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ২২৩ নম্বর ট্রাম। করোনার জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে।
ট্রাম সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতীকে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী-সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে। তৃণমূলের তরফে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মূলত ২১ জুলাইয়ের প্রচারের জন্য ব্যবহার করা হলেও, এই ট্রামে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন। এই ট্রাম নিয়ে ইতিমধ্যেই উৎসাহ ছড়িয়েছে সমর্থকদের মনে। কেউ কেউ আবার সুসজ্জিত ট্রামের সঙ্গে সেলফিও তুলছেন ডিপোয় গিয়ে।
ইতি মধ্যেই শহর কলকাতায় এসে উপস্থিত হতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা। অনুমান করা হচ্ছে করোনা কালের জেরে দু’বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান সেই কারণে মানুষের ঢল এদিন রাস্তায় নামতে পারে।তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
Topics
Rally BJP TMC Administration Kolkata