Home সংবাদসিটি টকস শহরে ২১শে জুলাই -এর মিছিলের রুট

শহরে ২১শে জুলাই -এর মিছিলের রুট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:জেলা থেকে দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ধর্মতলায় মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। মঞ্চের সামনে রয়েছে পুলিশ পাহারা। চারদিকে লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা।

‘ রেকর্ড ভিড় হবে ‘ বলছে তৃণমূল।  শহরের যে রুট গুলির মাধ্যমে মিছিল আসবে দেখে নেওয়া যাক এক নজরে-

শ্যামবাজার ৫ মাথার মোড়  – বিধান সরণি – কলেজ স্ট্রিট – গণেশচন্দ্র অ্যাভিনিউ – চিত্তরঞ্জন অ্যাভিনিউ  – ধর্মতলা
হয়ে মিছিল আসবে।

হাওড়া ব্রিজ – স্ট্র্যান্ড রোড – কিংসওয়ে – রেড রোড – মেয়ো রোড – জওহরলাল নেহরু রোড – বেন্টিঙ্ক স্ট্রিট – ধর্মতলা রুটে মিছিল আসবে।

হাজরা মোড় – শ্যামাপ্রসাদ মুখার্জি রোড – এটিএম রোড – জওহরলাল নেহরু রোড – ধর্মতলা  আসবে দক্ষিণ কলকাতার মিছিল ।

AJC বোস রোড – মৌলালি মোড় – SN ব্যানার্জি রোড – ডোরিনা ক্রসিং  – ধর্মতলা

গিরিশ পার্ক – চিত্তরঞ্জন অ্যাভিনিউ – ধর্মতলা

পার্ক সার্কাস মোড় – সুরাওয়ার্দি অ্যাভিনিউ – ফিলিপস মোড় – CIT রোড – মৌলালি – SN ব্যানার্জী রোড – ডোরিনা ক্রসিং

হাজরা মোড় – জওহরলাল নেহরু রোড – ধর্মতলা

চিড়িয়ামোড় – BT রোড – দমদম রোড – নর্দার্ন অ্যাভিনিউ – রাজা মণীন্দ্রনাথ রোড – বেলগাছিয়া রোড

Topics

Rally  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment