কলকাতা টুডে ব্যুরো:দুবছর পর ফের সশরীরে শহিদ দিবস। ধর্মতলায় তৃণমূলের ঐতিহাসিক সমাবেশ। যা নিয়ে কর্মী সমর্থকদের আবেগ একটু বেশিই। শীর্ষনেতাদের দাবি, আগের সব রেকর্ড ভেঙে যাবে বাইশের একুশে জুলাইতে। এবার একুশের সভায় দলনেত্রী কী বার্তা দেন শোনার অপেক্ষায় রয়েছে ঘাসফুল শিবির।
বুধবার ধর্মতলায় সভাস্থলে গিয়ে শেষ মহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjeeএবং অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee। মমতা বলেন, ‘কর্মীরাই দলের সম্পদ। সবাইকে বলব, শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন। সমাবেশ শেষ হওয়ার পর সাবধানে বাড়ি ফিরে যাবেন।’
মু অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দি জুড়ে কড়া নিরাপত্তা বলয়। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রবেশে কড়াকড়ি। কালিঘাট রোডে যান নিয়ন্ত্রণে বিশাল বাহিনী। মুখ্যমন্ত্রীর ১২টার বেরোনোর কথা। আলিপুর হয়ে ডিএল খান রোড ধরে যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত।
Topics
Rally BJP TMC Administration Kolkata