Home ব্যবসা রামমন্দির উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা সাজিয়ে তোলা হচ্ছে রেলস্টেশন, বিমানবন্দর

রামমন্দির উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা সাজিয়ে তোলা হচ্ছে রেলস্টেশন, বিমানবন্দর

by Web Desk
Ram Mandir Inauguration: স্টেশন থেকে বিমানবন্দর সাজিয়ে তোলা হচ্ছে সবকিছু

রামমন্দির উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা

আর কিছুদিনের অপেক্ষা উদ্বোধন হতে চলেছে রামমন্দির। উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা। সাজিয়ে তোলা হচ্ছে রেলস্টেশন, বিমানবন্দর। করা হচ্ছে পুরনো রাস্তার সংস্কার । সব দায়িত্ব নিজের কাঁধে তুলেনিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, টানা সাতদিন ধরে উৎসব চলবে অযোধ্যায় (Ayodhya)। একেবারে শেষদিনে রামলালার প্রতিষ্ঠা করে উদ্বোধন হবে রামমন্দির। উদ্বোধনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে নানা জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা।

রামমন্দির কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই  অনুষ্ঠান টানা সাতদিন ধরে চলবে । ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। কী কী উৎসব এই সাতদিনে, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। জানা যাচ্ছে , ১৬ জানুয়ারি দশবিধ স্নান দিয়ে শুরু হবে সাতদিনব্যাপী উৎসব। বিষ্ণু আরাধনা ও গোদান হবে এই দিনে।

১৭ জানুয়ারি রামলালার বিগ্রহ নিয়ে শোভযাত্রা হবে অযোধ্যায়

১৭ জানুয়ারি রামলালার বিগ্রহ নিয়ে শোভযাত্রা হবে অযোধ্যায়। সেখানে মঙ্গল কলসে করে সরযূ নদীর জল নিয়ে যাবেন ভক্তরা। পরের দিন গণেশ অম্বিকা পুজো, বরুণ পুজো, মাতৃকা পুজো, ব্রাহ্মণ বরণ, বাস্তুপুজো হবে। পাশাপাশি ১৯ জানুয়ারি যজ্ঞের পাশাপাশি অগ্নি ও নবগ্রহ স্থাপন হবে রামমন্দিরে। পরের দিন সরযূ নদীর জলে ধৌত করা হবে রামমন্দিরের গর্ভগৃহ। এছাড়াও অনধিবাস, বাস্তু শান্তি করা হবে ওইদিনই।

সূত্রের খবর মন্দির উদ্বোধনের আগের দিনই ১২৫টি কলসের জল দিয়ে স্নান করানো হবে রামলালা বিগ্রহকে। ২২ জানুয়ারি রামলালার পুজো করে দুপুরের দিকে প্রতিষ্ঠা হবে রামলালা। ওইদিনই উদ্বোধন হবে রামমন্দির। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ১৫টি বিশেষ ট্রেনও চালানো হতে পারে। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলির মতো তারকারা।

Related Articles

Leave a Comment