কলকাতায় বিভিন্ন জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিনই কলকাতায় বিভিন্ন জায়গায় রামের পুজো করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার তারই অনুমতি মিলল। কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করার অনুমতি দেন। তবে কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জানা যাচ্ছে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, কলকাতার অন্তর্গত গড়ফা, যাদবপুরের পূর্বাচল, শকুন্তলা পার্ক এলাকায় ২টি, পোস্তা গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের ১টি করে জায়গায় ২২ জানুয়ারি রামপুজো এবং মিছিলের অনুমতি মিলেছে। বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করে আদালত জানিয়েছে, গণেশ টকিজ থেকে সিদ্ধি বিনায়ক মন্দির পর্যন্ত সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে।
এদিকে, ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল সাড়ে ৪টে থেকে ৯টা পর্যন্ত ট্যাবলো, ব্যাঞ্জো বাজিয়ে শোভাযাত্রা হবে। এম জি রোড পোস্তায় ভজন হবে। অযোধ্যার লাইভ দেখানো হবে। সন্ধ্যায় ২১০০ আলো লাগানো হবে রাস্তায়।
সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা
সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা। চলছে প্রস্তুতিপর্ব । পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচারবিধি পালনও। রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা করা হল, দেশের বিভিন্ন রাজ্যে। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম।
আগামী ২১ জানুয়ারি অর্থাৎ রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে। ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে রামমন্দির ও আশপাশের এলাকা। মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ পুলিসবাহিনী। কড়া তল্লাশি না করে মন্দির এলাকায় কাউকেই ঢুকতেই দেওয়া হচ্ছে না। গোটা জেলাকে রেড জোন, ইয়েলো জোন ও অযোধ্যা জেলা- ৩ ভাগে ভাগ করা হয়েছে।