Home সংবাদবর্তমান আপডেট Ram Mandir Inauguration: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্য়ায় এবং, সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন

Ram Mandir Inauguration: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্য়ায় এবং, সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন

by Web Desk
Ram Mandir Inauguration: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্য়ায় এবং, সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন

রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা

সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা। চলছে প্রস্তুতিপর্ব । পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার আচারবিধি পালনও। রামমন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা করা হল, দেশের বিভিন্ন রাজ্যে। তালিকায় উত্তরপ্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম।

তবে এবার জানা গেল আরও একটি তথ্য । রামমন্দির উদ্বোধনের আগে কঠোর সংযমের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার ১১ দিন আগে থেকেই সংযম করছেন তিনি। উল্লেখ্য, মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার ‘পবিত্র দায়িত্বভার’ গিয়ে পড়েছে তাঁর কাঁধে। তাই ১১ দিন তিনি নানাবিধি বিধিনিষেধের মাধ্যমে ব্রত পালন করে ‘অন্তরের পবিত্রতাকে জাগ্রত’ করছেন প্রধানমন্ত্রী।

মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের মারফত জানা যাচ্ছে, ১১ দিন ধরে ডাবের জল ছাড়া আর কোনও খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন তিনি। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, শাস্ত্রের ‘যাম নিয়ম’ অনুযায়ী সমস্ত নির্দেশ পালন করবেন তিনি।

২২ জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী

অন্যদিকে সূত্রের খবর, ২২ জানুয়ারি নয়, তার আগেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী একদিন আগেই পৌঁছে যাবেন অযোধ্যায়। অর্থাৎ রাম জন্মভূমিতে তিনি পৌঁছবেন আগামী ২১ জানুয়ারি অর্থাৎ রবিবার। ইতিমধ্যেই তাঁর নয়া কর্মসূচি নির্ধারিত হয়েছে। ঘন কুয়াশার জেরে একের পর এক বিমান বাতিল হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২২ জানুয়ারির অনুষ্ঠান নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকেও নয়া কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে রামমন্দির ও আশপাশের এলাকা। মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ পুলিসবাহিনী। কড়া তল্লাশি না করে মন্দির এলাকায় কাউকেই ঢুকতেই দেওয়া হচ্ছে না। গোটা জেলাকে রেড জোন, ইয়েলো জোন ও অযোধ্যা জেলা- ৩ ভাগে ভাগ করা হয়েছে।

Related Articles

Leave a Comment