Home সংবাদবর্তমান আপডেট Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদীর সকলকে আহ্বান

Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদীর সকলকে আহ্বান

by Web Desk
Ram Mandir: রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদীর সকলকে আহ্বান

রামমন্দির চত্বরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সকাল ১১টার পর রামমন্দির চত্বরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে পুজোর ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে যান তিনি । তার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে পুজোয় বসেন মোদী। রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। হাতে পদ্মফুল নিয়ে পুজো করেন প্রধানমন্ত্রী।

বক্তব্য শেষ করার পরই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পপতিদের কে করজোড়ে  নমস্কার করেন মোদী মুকেশ অম্বানী, অভিনেতা অমিতাভ বচ্চন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং তাঁর পুত্র তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামীকে নমস্কার জানান ।

রামমন্দির চত্বরে আমন্ত্রিতদের উদ্দেশে বক্তব্য রাখার পরে কুবের টিলায় গিয়ে শিবমূর্তির পুজো করেন প্রধানমন্ত্রী

রামমন্দির চত্বরে আমন্ত্রিতদের উদ্দেশে বক্তব্য রাখার পরে কুবের টিলায় গিয়ে শিবমূর্তির পুজো করেন প্রধানমন্ত্রী।  অযোধ্যার স্থানীয় ইতিহাস বলে, এখানে ধনসম্পদের দেবতা কুবের পায়ের ধুলো দিয়েছিলেন। সরযূ নদীর তীরে রামের জন্মভূমির অদূরেই তিনি স্থাপন করেছিলেন এক শিবলিঙ্গ। শিবপুজোও করেছিলেন।

আইন মেনেই রামমন্দির তৈরি হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আমাদের বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে। আইন মেনেই তৈরি হয়েছে মন্দির।”

“রামকে দেশের নিত্যতা, নিয়ন্ত্রক, রাম ব্যাপক। আমরা যা অনুভব করছি সেটাই ওঁর কৃপা।” সোমবার জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এই সময় শুধু বিজয়ের নয়, একই সঙ্গে বিনয়েরও।

রাম মন্দিরের উদযাপনের দিন মোদী জানান, “রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আমাদের বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে। আইন মেনেই তৈরি হয়েছে মন্দির।”

Related Articles

Leave a Comment