কলকাতা টুডে ব্যুরো: ভারত পেরিয়ে এসেছে অনেকটা রাস্তা। এই এগিয়ে চলার রাস্তায় কখনো বিদেশি শক্তির মুখোমুখি হতে হয়েছে, আবার কখনও দরকার হয়ে পড়েছে সমাজ সংস্কারের। এই দীর্ঘ পথ জুড়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন মনীষীরা, যারা সমস্ত সমালোচনা অবজ্ঞা করে দেশকে ভালোবেসে আত্মত্যাগ আর আদর্শের পথে নিজেদের নিয়োজিত করেছেন। এরকমই এক মনি ঋষির আজ প্রয়াণ দিবস। সমাজ সংস্কারক রাজা রাম মোহন রায়ের প্রয়াণ দিবস। ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। ময়দানে রাজা রাম মোহন রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মোহন রায়ের নানা দিক তুলে ধরেন মন্ত্রী। শিক্ষা ও নারী সমাজের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ছিলেন রাম মোহন রায়।
Topics
Ram Mohun Roy Tribute Chandrima Bhattcharya Administration Kolkata