কলকাতা টুডে ব্যুরো: ‘পৃথিবীতে রাম মন্দির অনেক আছে, কিন্তু রাম সেতু কেবল একটাই আছে’, Akshay Kumar-এর নতুন ছবির ঝলকের শেষ সংলাপ এটি। শেষমেষ বহু দিনের অপেক্ষার অবসান হাজার টালবাহানার পর মঙ্গলবার মুক্তি পেল Ram Setu ছবির প্রথম ঝলক। সোশ্যাল মিডিয়ায় এই ছবির ঝলক আগেও শেয়ার করেছেন অক্ষয়। এই ছবিতে তাঁর চরিত্র একজন প্রত্নতাত্ত্বিকের। ইতিহাসকে খুঁজে বের করে ভারত ও শ্রীলঙ্কার সংযোগকারী রাম সেতু বাঁচানোর দায়িত্ব তাঁরই কাঁধে।
Jacqueline Fernandez আর সত্য দেবের সঙ্গে মিলে রাম সেতুকে বাঁচানোর দায়িত্বে নামেন অক্ষয়। কথা বলে ওঠে পুরনো ইতিহাস। অল্পক্ষণের জন্য অভিনেত্রী নুসরত ভারুচাকেও দেখা যায় অক্ষয়ের শেয়ার করে নেওয়া এই ভিডিওতে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আপনারা সবাই রাম সেতুর ঝলক পছন্দ করেছেন। আশা করি আপনারা ট্রেলারটা আরও বেশি ভালোবাসবেন।’