কলকাতা টুডে ব্যুরো: রবিবার দুপুরে কাপুর ও ভাট পরিবারে আনন্দের জোয়ার। মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দেন আলিয়া ভাট। স্বভাবতই সের আগমনে খুশি রণবীর-আলিয়ার। ‘ম্যাজিক্যাল’ কন্যেকে দেখে উচ্ছ্বসিত বি-টাউনের নতুন বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে সিংহ, সিংহী এবং তাঁদের একটি শাবকের ছবি পোস্ট করে আলিয়া লেখেন- ‘আমাদের জীবনের সেরা খবর…. আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে… একদম জাদুতে ভরপুর আমাদের কন্যে। আমারা ভালোবাসার জোয়ারে ভাসছি। আর্শীবাদ ধন্য বাবা-মা আমরা!’
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ স্বামী রণবীরের সঙ্গে হাসপাতালে পৌঁছেছিলেন অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুরেরর ঠাকুমা নীতু কাপুরও উপস্থিত রয়েছেন হাসপাতালে। গত এপ্রিলেই ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসে মাথাতেই প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে এনেছিলেন আলিয়া।
হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুজনেই একদম সুস্থ রয়েছেন। কাকতালীয়ভাবে ঋষি কাপুর যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই হাসপাতালেই ভূমিষ্ঠ হল বেবি কাপুর। আলিয়ার সৎ দাদা রাহুল ভাটও মামা হওয়ার আনন্দে ভাসছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘জয় বজরংবলি! রণবীর-আলিয়াকে অনেক শুভেচ্ছা!! খুব খুশি আমরা’।