Home সংবাদসিটি টকস ২০০০ টাকার নোট বৈধ, তবে জমা দিতে হবে: RBI নির্দেশনা

২০০০ টাকার নোট বৈধ, তবে জমা দিতে হবে: RBI নির্দেশনা

by Web Desk
২০০০ টাকার নোট বৈধ, তবে জমা দিতে হবে: RBI নির্দেশনা

RBI on Rs. 2000 Notes : বাজার থেকে ২০০০ টাকার নোট এখনই হচ্ছেনা বাতিল । ২০১৬ সালের নোটবন্দির মতো যাতে জনমানসে ‘আতঙ্ক’ না তৈরি হয়, সেই কারণে অনেকটা সময় দেওয়া হয় গ্রাহকদের। অতঃপর শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বিজ্ঞপ্তি জারি করে জানাল, কত ২০০০ টাকার নোট তাদের কাছে জমা পড়েছে। সেই সঙ্গে তারা এ-ও জানিয়েছে যে, ২০০০ টাকার নোট এখনও ‘বৈধ’। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে।

চলতি বছরের ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করে দিতে হবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। এই সময়ের মধ্যে বাজারে থাকা ২০০০ টাকার নোটের ৯৭.২৬ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, যে সময়ে রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করে, তখন বাজার সব নোটের অর্থমূল্য ছিল ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা।

এক্ষেত্রে একটি নিয়ম বলে দেওয়া যাক, এখনও পর্যন্ত ২০০০ টাকার নোট কে অবৈধ বলছে না রিজার্ভ ব্যাঙ্ক। তার কারণ, ধরা যাক, কারও কাছে এখনও ১০টি ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে। তিনি রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করে নোটগুলির নম্বর দিয়ে তা জমা দিতে পারবেন। সেই পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে তিনি অন্য কোনও অ্যাকাউন্টে সেই টাকা পাঠাতে (ট্রান্সফার) পারবেন না। ব্যক্তির পাশাপাশি সংস্থার ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। অন্য কোনও সংস্থাকে ওই টাকা দেওয়া (ট্রান্সফার) যাবে না।

Related Articles

Leave a Comment