Home বিনোদনবলিউড সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী, ফিরে দেখা তাঁর কিছু স্মৃতি

সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী, ফিরে দেখা তাঁর কিছু স্মৃতি

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার, ২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। ১৯৫৫ সালের ২৬ আগস্ট যদি বাংলা সিনেমার নবজন্মের দিন হয়, তাহলে ১৯২০ সালের ২ মে তারিখটা হচ্ছে সেই নবজন্মদাতার জন্মদিন! বাংলা সিনেমা যাঁর হাত ধরে এখনও পর্যন্ত এগিয়ে চলেছে।

 

দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে ‘অপুর সংসার’, ‘পরশপাথর’, ‘জলসাঘর’, ‘কাঞ্চনজঙ্ঘা’, ‘চারুলতা’, ‘দেবী’, ‘মহানগর’, ‘অভিযান’, ‘সোনার কেল্লা’, ‘জয়বাবা ফেলুনাথ’ মতো একাধিক ছবি তাঁর সৃষ্টি। সিনেমা, সাহিত্যের বাইরে টাইপোগ্রাফিতে তিনি সেরা। ‘সন্দেশ’ সম্পাদনায় তাঁর শ্রেষ্ঠত্ব। বইয়ের প্রচ্ছদ তৈরিতে তিনি অদ্বিতীয়। সত্যজিৎ রায়কে নিয়ে মুগ্ধতার শেষের নয়।

 

৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তাঁর নির্মিত প্রথম ছবি ‘পথের পাঁচালী’ (১৯৫৫) ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে, এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া ‘শ্রেষ্ঠ মানুষে-আবর্তিত প্রামাণ্যচিত্র’ পুরস্কার।

 

আরও পড়ুন: সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে টলিপাড়ার শ্রদ্ধাজ্ঞাপন

 

১৯৯২ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত-রত্ন’ এবং ‘পদ্মভূষণ’ সম্মাননা প্রদান করে। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ রায় ১৩তম স্থান লাভ করেছিলেন।

Related Articles