হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান অভিনেতা
প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং, যার বয়স ছিল ৫৯, মঙ্গলবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সূত্র অনুযায়ী, অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মূলত অগ্ন্যাশয়ে সমস্যার মুখোমুখি ছিলেন। অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে কয়েকমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার সকালে অভিনেতা ঋতুরাজের মৃত্যুর খবরটি জানান তার বন্ধু এবং অভিনেতা অমিত বহেল। অমিতের কথায়, “হৃদরোগে আক্রান্ত হয়েই ঋতুরাজ সিং মৃত্যু হয়েছেন। কয়েকদিন আগে অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপর বাড়িতেও ফিরে এসেছিলেন। তবে শেষরক্ষা হয়নি।”
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন ঋতুরাজ
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন ঋতুরাজ। ওটিটি তে একাধিক সিরিজে আমরা তাকে দেখেছি। কিন্তু তাঁর এভাবে চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্যে এক বড় ক্ষতি বলে মনে করছেন চলচ্চিত্র জগতের অনেকেই।
রাজস্থানের কোটায় অভিনেতার জন্ম, সেখানেই শুরু তার অভিনয় শিক্ষা । আর তারপরেই থিয়েটার জগতে প্রবেশ করেন অভিনেতা।
‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, হিটলার দিদি, ‘হাম তুম অউর গোস্ট’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘অনুপমা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়।