কলকাতা টুডে ব্যুরো: কলকাতার রাজপথে নতুন চমক। দুর্ঘটনা এড়াতে বিদেশি পদ্ধতি অনুকরণ করে জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে এলইডি লাইট। কলকাতায় প্রথম পার্ক স্ট্রিট মোড়ে চালু হল এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে এলইডি লাইট।
জেব্রা ক্রসিংয়ের সামনেই জ্বলছে সবুজ এবং লাল আলো। ফলে গাড়িচালকলরা সাবধানতা অবলম্বন করে স্বাভাবিক গতি বা কিংবা তার তুলনায় অধিক গতিতে গাড়ি চালালেও এই এলইডি লাইটের সামনে এলেই টা রাস্তা থেকে খানিকটা উপরে উঠে রয়েছে মনে হচ্ছে। ফলে ধাক্কা লাগার একটা আশঙ্কা তৈরি হবে। সেই কারণে গাড়িচালকরা বাধ্য হয়ে বিপদ এড়াতে গাড়ির গতি কমিয়ে দেবেন। একই ভাবে পথচারীদের সুবিধার্থে রাস্তা পারাপার করার সময় এই রঙিন কাঠির ব্যাবহারে খুশি তারা। পথচারী দের জন্য এটা সুবিধাজনক হবে বলে জানালেন তারা।
অনেকের কাছেই এই নতুন পদ্ধতি অনুসরণ করলে দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে বলে জানালেন তারা। লাল এবং সবুজ আলোর ঝলমলে আলোর ফলে একদিকে দুর্ঘটনা এড়ানো যাবে। অন্যদিকে নিয়ন্ত্রণ করা যাবে যানজট বলে মনে করা হচ্ছে। লাল – সবুজ LED লাইটের ফলে অনুমান করা হচ্ছে এই পদ্ধতি অনুসরণ করে অন্য গুরত্বপূর্ন মোড়ে এই পদ্ধতি ব্যাবহার করবে কলকাতা ট্রাফিক পুলিশ। তাই পার্ক স্ট্রিটের পর অন্যন্য জায়গায় জেব্রা ক্রসিংয়ের সামনে এই সবুজ – লাল LED আলো দেখা যাবে। এই পদ্ধতি অনুসরণ করে আরো বেশি দুর্ঘটনা এড়ানো হবে বলে মনে করছে কলকাতা ট্রাফিক পুলিশ।