Home সংবাদসিটি টকস রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলন করতে গিয়ে কালবৈশাখী ঝড়ে বোট উলটে মৃত্যু হল ২ ছাত্রের

রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলন করতে গিয়ে কালবৈশাখী ঝড়ে বোট উলটে মৃত্যু হল ২ ছাত্রের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবীন্দ্র সরোবরে রোয়িং অনুশীলন করতে গিয়ে কালবৈশাখী ঝড়ে বোট উলটে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল সাউথ পয়েন্ট স্কুলের ২ ছাত্রের। মৃতের একজন কলকাতার এক পুলিশ পদাধিকারীর ছেলে। জল থেকে দেহ তুলে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়েই পৌঁছণ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

মৃত কিশোরদের নাম পুশন সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। পুশন উল্টোডাঙা ট্রাফিক গার্ডের ওসির ছেলে। দুই জনেরই বয়স ১৪ বছর। দুইজনেই সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়া ছিল। একজন নবম শ্রেণি এবং অন্যজন দশম শ্রেণি।

কালবৈশাখীর পূর্বাভাস থাকার পরেও কীভাবে রোয়িং-এর অনুমতি দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন একাংশের মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেন উদ্ধারকারী নৌকা ছিল না, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ফিরহাদ হাকিম।

Topics

Rowing  Rabindra Sarabar Lake Rainfall Administration Kolkata

Related Articles

Leave a Comment