Home বিনোদন কেকে-র ঘটনার পর রূপঙ্করের প্রথম শো, কেমন ছিল সেই অভিজ্ঞতা?

কেকে-র ঘটনার পর রূপঙ্করের প্রথম শো, কেমন ছিল সেই অভিজ্ঞতা?

by Soumadeep Bagchi
Rupankar kk

কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক আক্রমণ। ইতিমধ্যেই বিবৃতি জারি করে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। অবশেষে সমস্ত বিতর্কের শেষে রবিবার দক্ষিণ কলকাতায় হাতে গোনা কিছু দর্শকের সামনে শো করলেন তিনি।

এদিন ‘ও চাঁদ’, ‘’আমার মতে তোর মতন কেউ নেই’-এর মতো গান গেয়ে নতুন করে জিতে নিয়েছেন দর্শকদের মন। এমনকি দর্শকদের অনুরোধেও বেশ কিছু গান গেয়েছেন এদিন তিনি। তাঁকে বলতেও শোনা গেছে, ” ধন্যবাদ, এই অনুরোধটার প্রয়োজন ছিল।” কেকে বিতর্কের পর তাঁর  দিকে কুরুচিকর মন্তব্য যেমন ধেয়ে এসেছিল। তেমনই খুনের হুমকিও এসেছিল। যার জন্য টালা থানায় অভিযোগও জানানো হয়েছিল। সেইজন্য এদিনের শো-তে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা ছিল।

আরো পড়ুন: তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল হাইকোর্টে

প্রসঙ্গত, কেকে বিতর্কে প্রেস ক্লাবে সাংবাদিক বৈধকে রূপঙ্করকে বলতে শোনা গেছে, ”  কেকে যেখানেই থাকুন ,ঈশ্বর যেন ওঁকে শান্তিতে রাখেন। ওঁনার সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই।”

Related Articles

Leave a Comment