কলকাতা টুডে ব্যুরো:পল্লবীকে খুন করা হয়েছে। অভিযোগ পরিবারের।সাগ্নিক চক্রবর্তী ও ঐন্দ্রিলা সরকারের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করলেন পল্লবীর মা-বাবা। ইতিমধ্যেই পল্লবীর বাবা জানিয়েছেন, মেয়েকে মারধর করত সাগ্নিক। অভিনেত্রীর বন্ধুরা শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি তাঁকে বলেছেন। পল্লবীর অনুপস্থিতিতে ঘরে অন্য মেয়েকেও আনত সাগ্নিক।
সোমবার বিকেলে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা। তিনি লিখিতভাবে জানিয়েছেন, অভিনেত্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে খুন করেছেন সাগ্নিক। এই খুনের ষড়যন্ত্রে জড়িত সাগ্নিক ও ঐন্দ্রিলা সরকার। পরিবারের আইনজীবী জানান,পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পল্লবীর মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছেন না মা-বাবা।
আরও পড়ুন : সমস্যার সমাধান না হলে বলে দেব,’ ফের বিস্ফোরক Arjun Singh
পল্লবীর পরিবারের আরও অভিযোগ সাগ্নিকের আগের রেজিস্ট্রি মারেজের কথা সাগ্নিকের পরিবার গোপন করে যায় পল্লবীর কাছে। মাস ছয় আগে সে কথা পল্লবী জানতে পারেন। এরপর সেই বৈবাহিক সম্পর্কে ডিভোর্স করে দেবে বললেও অভিযোগ সাগ্নিক এখনও ডিভোর্স করেননি।