মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে ছক্কা মেরে জিতিয়েছেন – সাজানা
তিনি মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে ছক্কা মেরে জিতিয়েছেন,। সজীবন সাজনাকে ‘কেইরন পোলার্ড’ বলে ডাকা হচ্ছে এবং তার অধিনায়ক হরমনপ্রীত বলেছেন যে, সাজনা প্র্যাকটিসে সবসময়েই ছক্কা মারে। মোক্ষম সময়ে তার ব্যাট থেকেই এসেছে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া ছক্কা।
একদিন প্রবল আর্থিক কষ্ট সহ্য করতে হয়েছিল সাজনাকে। সেই জায়গা থেকে লড়তে লড়তে তিনি মুম্বইকে জিতিয়েছেন। এক সাক্ষাৎকারে সাজনা জানিয়েছিল, ”আমার পারিবারিক অবস্থা মোটেও ভালো ছিল না। শুরুর দিকে যাতায়াতের ভাড়া পর্যন্ত ছিল না। রাজ্য দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হওয়ার পরে আমি অর্থ উপার্জন করতে শুরু করি।
একদিনে দেড়শো টাকা করে পেতাম। ওই টাকাই আমার কাছে অনেক ছিল। এরপরে ধীরে ধীরে ১৫০ থেকে ৩০০ হয়ে ৯০০ টাকা পাই। আমার পরিবার এর জন্য খুশি।” মহিলাদের আইপিএলে শুক্রবার প্রথম অভিষেক ঘটে সাজনার , কিন্তু তাঁর সেদিন মাঠে নামার কোন আশঙ্কাই ছিল না । তিনি ভাবতেও পারেননি যে এত কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হবে তাকে, তবে সাজনা এই সুযোগ হাতছাড়া করতে চাননি।
আমি চাপে ছিলাম এবং অভিষেক ম্যাচে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আশা করিনি
সাজনার কথায়, “আমি চাপে ছিলাম এবং অভিষেক ম্যাচে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আশা করিনি। জানি, এমন সময়ে উতরে দেওয়ার প্রয়াস করতে হলে জীবন বদলে যাবে। এক বলে পাঁচ রান দরকার ছিল, কিন্তু আমি সম্ভবতঃ কঠিন কাজটি সফলভাবে শেষ করতে মাঠে নেমেছিলাম।” তার পরের ঘটনাই ইতিহাস তৈরি করেছে যা ইতিমধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছে।