Home সংবাদসিটি টকস এই ক্ষোভ প্রকাশের কোন গ্রহণযোগ্যতা থাকবে কি? প্রশ্ন শমীকের

এই ক্ষোভ প্রকাশের কোন গ্রহণযোগ্যতা থাকবে কি? প্রশ্ন শমীকের

দিদি যদি Condemn করেন তবে আমরা বুঝবো কি করে তিনি নিন্দা করছেন'। রাষ্ট্রপতিকে করা অখিল কিরে কুরুচিকর বক্তব্যকে নিয়ে মমতার বক্তব্যের ওপর প্রশ্ন চিহ্ন জুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘দিদি যদি Condemn করেন তবে আমরা বুঝবো কি করে তিনি নিন্দা করছেন’। রাষ্ট্রপতিকে করা অখিল কিরে কুরুচিকর বক্তব্যকে নিয়ে মমতার বক্তব্যের ওপর প্রশ্ন চিহ্ন জুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বললেন, “অখিল গিরিকে বরখাস্ত করতে হবে এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা তো তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। কোনটাই তো হয়নি।”

শমীক বলেন, “মুখ্যমন্ত্রী ৭২ ঘন্টা পরে এই বিষয়টিকে Condemn করলেন। কিন্তু প্রশ্ন হল অখিল গিরি যখন এই কথাটা বলছিলেন তখন অখিল গিরি সামনে উপস্থিত ছিলেন তৃণমূলের দুজন বিধায়ক। তার মধ্যে সম্ভবত একজন প্রাক্তন মন্ত্রী, আরেকজন এই ক্যাবিনেটেরি মন্ত্রী। তারা তাড়িয়ে তাড়িয়ে বিষয়টি উপভোগ করলেন। এর আগেও অখিল গিরি এই ধরনের বক্তব্য রেখেছিলেন। কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কদর্য ভাষায় আক্রমণ এতদিন পশ্চিমবঙ্গ অব্যাহত ছিল। কিন্তু আজকে দেখা গেল বিষয়টা রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে গেছে। এখন দিদি যদি কান্ডেমট করেন তবে আমরা বুঝবো কি করে তিনি নিন্দা করছেন? তাকে তো আমাদের দাবি যেটা আদিবাসী সমাজের দাবি, সুস্থ সামাজিক সুশীল সমাজের দাবি যে এই অখিল গিরি কে বরখাস্ত করতে হবে। এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আমরা তো তার গ্রেফতারের দাবি জানাচ্ছি। কোনটাই তো হয়নি, তারপরে আমাদের এই বিক্ষোভ প্রকাশের কোন গ্রহণযোগ্যতা থাকবে কি?”

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দারুণ মহিলা। আমি পছন্দ করি। ভীষণ সম্মান করি। অখিল ওই মন্তব্য করে ঠিক করেনি। অন্যায় করেছে। বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুঃকপ্রকাশ করছি। ওই মন্তব্যের জন্য ইতিমধ্যেই অখিলকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের মন্তব্য না করে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Comment