কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তাঁর বেলাগাম মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেছেন মন্ত্রী অখিল গিরি। ‘ক্রোধের বহিঃপ্রকাশ’-এর জেরেই ওই মন্তব্য করেছেন বলে দাবি রামনগরের তৃণমূল বিধায়কে। এই নিয়ে বিজেপির শমীক ভট্টাচার্য অখিল গিরির বক্তব্যকে অজুহাত বলে উড়িয়ে দিয়ে বলেন, “রাষ্ট্রপতি সম্পর্কে এই ধরনের মন্তব্য করার জন্য কোনরকম ‘ক্রোধের বহিঃপ্রকাশ’ এর প্রয়োজন হয় না। ব্যক্তিগত আক্রমণ তৃণমূল সরকার কোন পর্যায়ে নিয়ে গেছে সেটা সকলের জানা। প্রধানমন্ত্রী কে ‘তুই’ বলে সম্বোধন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হোদল কুতকুত’ বলে সম্বোধন এগুলো পশ্চিমবঙ্গ দেখেছে মানুষ জানে কে কি করতে পারে।”
>শমীক আরও বলেন, “অখিল গিরির এই মন্তব্য গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মাথা নত করে দিল। দেশ এবং দেশের বাইরে এক কুৎসিত বার্তা গেল পশ্চিমবঙ্গকে নিয়ে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যাকে প্রায় সময় আদিবাসী মহিলাদের সঙ্গে একাত্ম হতে দেখা যায়। আজ তারই কেবিনেটের একজন মন্ত্রী সাংবিধানিক প্রধানের সম্পর্কে এ ধরনের বক্তব্য রাখলেন। আমরা তার অবিলম্বে পদত্যাগ দাবি করেছি। পদত্যাগের শুধু নয়, তাকে গ্রেফতার করতে হবে বহিষ্কার করতে হবে। এরপরও যদি অখিলগিরি থেকে যায় তাহলে ধরে নিতে হবে এটা শুধু অখিল গিরির একার বক্তব্য নয় এটা গোটা তৃণমূল দল রাষ্ট্রপতির বিষয়ে এই মনোভাবী পোষণ করেন। এরা আদিবাসী বিরোধী বর্ণবিদ্বেষী।”