কলকাতা টুডে ব্যুরো:‘রাজ্যে ঘটে চলা লাগাতার দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, মিথ্যের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ ছিল বিজেপির প্রতীকী প্রতিবাদ। কিন্তু পুলিশ মনে করেছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সুকান্ত মজুমদার যাওয়ার ফলে তাহলে আর কিছু বলার নেই’। সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ কথা বললেন।তিনি বলেন,”মুখ্যমন্ত্রী যদি আন্তরিক হতেন তাহলে নিজে গিয়ে ধর্ণা মঞ্চে দেখা করতেন, কিন্তু পুলিশ যেভাবে বঞ্চিত চাকরিপ্রার্থীদের উপর ঝাপিয়ে পড়লো তা নজিরবিহীন।”
তিনি জানান ‘যদি নিরপত্তা বিঘ্নিতই হয় তাহলে গ্রেফতার করা যেতে পারে কিন্তু একটি দলের রাজ্য সভাপতি এবং রাজ্যের প্রধান বিরোধী দলের এক নেতা-সাংসদকে যেভাবে সিভিক ভলেন্টিয়ার দিয়ে হেনস্থা করা হল তা নজিরবিহীন। কোন পুলিশ বা পদমর্যাদার পুলিশ নয়, একজন সিভিক ভলেন্টিয়ার যেভাবে তার হাত থেকে পোস্টার কাড়ল বিজেপি তার তীব্র নিন্দা করছে। শুধু তাই নয় তিনি কথা বলতে গেলে হাত দিয়ে তার মুখ চেপে ধরা হল’।
তোপ দেগে শমীক আরও বলেন ‘যখন কেউ বিক্ষোভ দেখাতে যাচ্ছেন তিনি জানেন চাইলে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। কিন্তু এভাবে হেনস্থা করতে পারে না’। শমীক জানান প্রতিবাদ শুরু হওয়ার ঘন্টাখানেক আগে থেকেই ওই এলাকায় লোকজনকে গ্রেফতার করা হচ্ছিল। শমীক বলেন সারা দেশ তো দেখছে রাজ্য কীভাবে দুর্নীতিতে নিমজ্জিত। তারপরেও তো প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল থেকে সরানো হয়নি কারণ ভাষা শুনে তো মনে হচ্ছে যে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে’। শমীকের কটাক্ষ ‘মমতা সবসময় বলেন বাংলা সবাইকে পথ দেখায়, সেই পথ দেখানো নমুনা হল আজকে সুকান্ত মজুমদারের সঙ্গে এই ব্যবহার। এদিন সাংবাদিক সম্মেলন থেকে শমীক প্রশ্ন তোলেন তাহলে কী এই রাজ্যে বিরোধীদের কথা বলার কোন অধিকার নেই!
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata