Home সংবাদসিটি টকস অর্থনৈতিক পুনর্জীবন তৃণমূলের মধ্যেই তৈরি হয়ে গেছে: শমীক

অর্থনৈতিক পুনর্জীবন তৃণমূলের মধ্যেই তৈরি হয়ে গেছে: শমীক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: হালিশহর পুরসভার চেয়ারম্যান গ্রেফতারের পর, চিটফান্ড কেলেঙ্কারিতে এবার বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে CBI হানা। রবিবার হালিশহরের জেটিয়ায় বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান কমল অধিকারীর পৈতৃক বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পরই আবার অঙ্গুল উঠেছে TMC-র দিকে।

রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে শমীক ভট্টাচার্য। সেখানেই তৃণমূলকে নিশানা করে তিনি বলেন,”কত তল্লাশি করবে? CBI -এর তো কয়েক হাজার কর্মী লাগবে। গাছের নিচ থেকে মাথা পর্যন্ত সবাই এর সঙ্গে যুক্ত”

চিটফান্ড কাণ্ডে CBI -এর এই তল্লাশি অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ” আমি তো জানতাম দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তৃণমূল যেমন বলছিল যে নরেন্দ্র মোদি সর্বনাশ করে দিয়েছে কিন্তু যে পরিমান সমৃদ্ধি তৃণমূলের দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনর্জীবন তৃণমূলের মধ্যেই তৈরি হয়ে গেছে। আগে বাঙালির ঘুম ভাঙতো রবীন্দ্র সংগীত দিয়ে আর এখন সংবাদ মাধ্যমের কল্যানে গরু আর কয়লা নিয়ে। ওই এনারুল, ভিমরুল, জামরুল চারিদিকে ছড়িয়ে আছে। এত আর শুধু মুর্শিদাবাদে নেই। কাদের সহযোগিতায় এই ভিমরুল রা দাপিয়ে বেইয়েছিল সেটা খোঁজ দরকার।”

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment