Home সংবাদবর্তমান আপডেট Sandeshkhali Incident: সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

Sandeshkhali Incident: সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

by Web Desk
Sandeshkhali Incident: সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ

সূত্রের খবর অনুযায়ী সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধুমাত্র সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে।

বিচারপতির মতে এই মামলা নিয়ে পর্যবেক্ষণ হয়নি কাজে ,এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির যথেষ্ট ক্ষমতা রয়েছে। তারা জানে পরিস্থিতির মোকাবিলা কিভাবে করতে হয়। পরিস্থিতি সামাল দিতে তাঁরা জানেন।

সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন

প্রধান বিচারপতি আরও জানান, সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। সেকারনে এই মামলাকে গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে।

সন্দেশখালির ঘটনা নিয়ে গত সোমবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। আইনজীবী সুস্মিতা দত্ত সাহা দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন।সেইসময় ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বৃহস্পতিবার মামলার শুনানি হবে। তার পরই বৃহস্পতিবার মামলাটি আদালতে উঠলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালির সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকেরা। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে  যাওয়ার পরই সেখানে  ইডির অফিসারদের কে মারধর করেন গ্রামবাস্বাসিরতিন জন ইডি কর্তা জখম হন ওই হামলায়। তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল।

Related Articles

Leave a Comment