সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বক্তব্য
সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বক্তব্য, কিন্তু যা ঘটেছে, তা কাম্য নয়। সরকারকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে ।এদিন সন্দেশখালির ঘটনা নিয়ে একটি অডিও বার্তা পেশ করেছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, ”সন্দেশখালিতে যা যা ঘটেছে, সব শুনেছি। আমি অত্যন্ত উদ্বিগ্ন গোটা পরিস্থিতি নিয়ে। এ ধরনে বর্বরতা, গুন্ডামি বাংলায় বরদাস্ত করা হবে না। বাংলায় নানা সময়ে এধরনের জঙ্গলরাজ, গুন্ডারাজ ঘটছে। নির্বাচনের আগে ও পরে এসব ঘটে চলেছে। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। সরকারকে শক্ত হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর সরকার যদি তা না করতে পারে, তাহলে সংবিধান সংবিধানের পথে চলবে। সংবিধানের নিজস্ব দায়িত্ব, কর্তব্য আছে।”
রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল রাজভবন
পাশাপাশি, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল রাজভবন। রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সি ভি আনন্দ বোস।
প্রসঙ্গত রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল (TMC) নেতার বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে শুক্রবার সকাল থেকেই এক অন্য ছবি ধরা পরেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ায়। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এদিন ইডি (ED) আধিকারিকদের তল্লাশির বিরোধিতায় পালটা আক্রমণ শুরু করেন অনুগামীরা। এই ঘটনায় আক্রান্ত হন ইডির আধিকারিকরাও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এই হামলার কারণে পালিয়ে বাঁচেন।