Home সংবাদবর্তমান আপডেট Suvendu Adhikari: তিন হামলাকারীকে ‘শনাক্ত’ করে দিলেন শুভেন্দু অধিকারী, প্রকাশ করলেন সেই ছবি

Suvendu Adhikari: তিন হামলাকারীকে ‘শনাক্ত’ করে দিলেন শুভেন্দু অধিকারী, প্রকাশ করলেন সেই ছবি

by Web Desk
Sandeshkhali Incident Shubhendu Allegations Verification

বিরোধী দলনেতার শনাক্তকরণ

সন্দেশখালির ঘটনায় এখনও পর্যন্ত আটক হননি কেউ। তবে শুক্রবারের ঘটনায় তিন জনকে ‘শনাক্ত’ করেছেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিন জনের ছবিও তিনি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর চিহ্নিত করা তিন জনের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজুদ্দিন। তবে বিরোধী দলনেতা দাবি করলেও ওই ছবিগুলির সত্যতা যাচাই করেনি কলকাতা টুডে ডট কম।

বাকি এক জনের পরিচয় জানিয়েছেন শুভেন্দু নিজেই। তাঁর নাম জিয়াউদ্দিন। নামের সঙ্গে শুভেন্দু তাঁর পরিচয় দিয়ে লেখেন, “ইনি নাম করা অস্ত্র পাচারকারী, খুনি এবং বর্তমানে সরবেড়িয়া-অগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।” তার পরেই মুখ্যমন্ত্রীকে তোপ দেগে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং উৎসাহে ভর করে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা রোহিঙ্গাদের একজোট করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের এক্স হ্যান্ডলের ট্যাগ করেন শুভেন্দু

শুক্রবার সকালেই সন্দেশখালির ঘটনাকে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের এক্স হ্যান্ডলের ট্যাগ করেন শুভেন্দু। সেই এক্স বার্তায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানানোর পাশাপাশি তিনি জুড়ে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইডির অধিকর্তা এবং সিআরপিএফকেও।

প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি। আর সেই অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকেরা। অভিযোগ, শাসকদলের নেতার অনুগামীরা তাদের ওপর হামলা করে। মারধরের কারণে, মাথা ফেটে গিয়েছে এক তদন্তকারীর। বিক্ষোভের মুখে পড়ে জখম হয়েছেন আরও দু’জন আধিকারিক।

Related Articles

Leave a Comment