Home সংবাদবর্তমান আপডেট Sandeshkhali Incident: শাহজাহান কোথায়? ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির

Sandeshkhali Incident: শাহজাহান কোথায়? ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির

by Web Desk
Sandeshkhali Incident: শাহজাহান কোথায়? ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির

এবার তৃণমূলকে বিঁধল বিজেপি

রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহাজানের বাড়িতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল।  বেধড়ক মারধর করা হয় তাদের,সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধির ওপরেও হয় হামলা। ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ‘নিখোঁজ’।

এই পরিস্থিতিতে এবার হাইকোর্টে তাঁর আইনজীবীর হয়ে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের এই ঘটনায় একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা করল রাজ্য বিজেপি। দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘পুলিশের খাতায় ‘নিখোঁজ’ আছেন। কিন্তু পুলিশের কাছে শাহজাহান ‘নিখোঁজ’ নেই। পুলিশের আতিথেয়তায় এবং পুলিশের নজরদারিতে শেখ শাহজাহান নিজ ভূমে বিচরণ করছেন।’’

যা হচ্ছে তৃণমূলের নির্দেশেই হচ্ছে

তিনি আরও বলেন, ‘‘তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার তখন পুলিশ তাঁকে সামনে নিয়ে আসবে। কারণ পুলিশ তো কোনও স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে পরিচালনা করছে তৃণমূল। স্বাভাবিকভাবেই পুলিশ এবং তৃণমূল উভয়েরই নিজেদের মধ্যে কোনও বিভাজন রেখা নেই। সব মিলেমিশে এক হয়ে গেছে। তাই যা হচ্ছে তৃণমূলের নির্দেশেই হচ্ছে।’’

বলে রাখা ভাল, কলকাতা হাইকোর্টে আবেদন করতে চান ‘নিখোঁজ’ শেখ শাহজাহান। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে তাঁর আবেদন জানান তিনি,’আমার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।’ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শাহাজাহানের আইনজীবী’র এই আবেদন। কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? এই প্রশ্ন তোলেন বিচারপতি। মামলায় অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ বিচারপতি’র। মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে সুবিচার দিন।

Related Articles

Leave a Comment