Home রাজনৈতিক হাতে আঁকা ছবি টুইট করে উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরলেন সঞ্জয় রাউথ

হাতে আঁকা ছবি টুইট করে উদ্ধব ঠাকরের সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরলেন সঞ্জয় রাউথ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে সন্ধ্যা শুরু হওয়া শুনানিতে দুই পক্ষের আইনজীবী এবং বিচারপতিদের মধ্যে সওয়াল-জবাব থেকে কিছুটা হলেও বোঝা গিয়েছিল, রায় যাবে উদ্ধবের বিপক্ষে। উদ্ধব ঠাকরে হয়তো নিজেও সেটা অনুমান করতে পেরেছিলেন। তাই, চূড়ান্ত রায় ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন।

 

 

 

এই অবস্থায় সেনা সাংসদ সঞ্জয় রাউত  তাঁর টুইটার হ্যান্ডেলে একটি হাতে আঁকা ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে, এক ব্যক্তির পিঠে ছুরির কোপ। এই ছবি কীসের ইঙ্গিত দিচ্ছে, তা সহজেই অনুমেয়। ছবি ইঙ্গিত দিচ্ছে উদ্ধব ঠাকরেকে পিছন থেকে তাঁর নিজের লোকেরাই পিছন থেকে ছুরি মেরেছেন।

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৮,৮১৯ জন

 

ছবিতে দেখা গিয়েছে, এক ব্যক্তির পরনে সাদা কুর্তা । ব্যক্তি যে উদ্ধব ঠাকরে, তা স্পষ্ট। কুর্তায় লাল-কালো দাগ। রয়েছে আঘাতের চিহ্ন।সেখান থেকে রক্ত ঝড়ে পড়ছে। ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ঠিক এটাই হয়েছে।’

Related Articles

Leave a Comment