Home সংবাদসিটি টকস অভিষেকের জন্মদিনে কি লিখলেন স্ত্রী সংযুক্তা ?

অভিষেকের জন্মদিনে কি লিখলেন স্ত্রী সংযুক্তা ?

by Kolkata Today

২৪ মার্চ প্রয়াত হয়েছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। আজ (৩০ এপ্রিল) তাঁর জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৮। স্বামীর জন্মদিনে সংযুক্তা নেটমাধ্যমে প্রকাশ করলেন ভালোবাসা।
 

 
সোশ্যাল মিডিয়ায় (অভিষেকের অ্যাকাউন্ট থেকেই) গত বছরে অভিষেকের জন্মদিন পালনের ছবি শেয়ার করে সংযুক্তা লেখেন, “প্রত্যেক মেয়ের স্বপ্ন, একজন ভালো স্বামী আর যত্নশীল বাবা। তুমি এরকমই।” তাঁর সংযোজন, “যত দিন যাচ্ছে তোমায় আরও বেশি করে ভালোবাসছি।………..আমাদের কেউ আলাদা করতে পারবে না। হ্যাপি বার্থ ডে মাই ডিয়ার।”
 
আরও পড়ুনঃ kishmish:স্বপ্ন পূরণ কিশমিশ’-এর জন্য নাকি অস্কার পেলেন দেব !!
 
 
প্রশ্নগত, অভিষেকের জন্মদিনের তাঁর সাথে প্রথম দেখা হয়েছিল সংযুক্তার। এক কফিশপে দেখা করেছিলেন তাঁরা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিষেক।

Related Articles