Home সংবাদবর্তমান আপডেট পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রখ্যাত সন্তুর বাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সঙ্গীত পরিচালক পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে শোকাহত। তাঁর প্রয়াণ গোটা বিশ্বের সাংস্কৃতিক জগতের ক্ষতি। গভীর সমবেদনা। ট্যুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী।

 

জানা গিয়েছে, পণ্ডিত শিবকুমার শর্মা গত ৬ মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তাঁর ডায়ালিসিস চলছিল। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
সন্তুর বাজানোর পাশাপাশি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে মিলে ‘শিব-হরি’ নামে বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনাও করেন পণ্ডিত শিবকুমার শর্মা। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সিলসিলা’, ‘লমহে’, ‘চাঁদনি’।

 

আরও পড়ুন: Bollywood Express:একনজরে বলিউডের খবর

 

পণ্ডিত শিবকুমার শর্মা ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উমা দত্ত শর্মা ছিলেন একজন প্রথিতযশা সংগীতশিল্পী। পাঁচ বছর বয়স থেকেই পণ্ডিত শিবকুমার শর্মা তাঁর বাবার কাছ থেকে সঙ্গীত ও তবলার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। উমা দত্ত শর্মা সন্তুর নিয়ে অনেক গবেষণা করেন এবং সিদ্ধান্ত নেন যে তাঁর ছেলেকে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্তুর বাদক হিসেবে গড়ে তুলবেন। এই ভাবনা থেকেই পণ্ডিত শিবকুমার শর্মাকে ১৩ বছর বয়স থেকেই সন্তুরের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তাঁর বাবা।

 

আরও পড়ুন: Bollywood Express:একনজরে বলিউডের খবর

Related Articles