‘কলকাতা টুডে ব্যুরো:বেফাঁস মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। এনিয়ে সরব বিরোধীরা। তবে ওই মন্তব্যরের জন্য ক্ষমা চাইতে নারাজ তৃণমূল সাংসদ। গতকাল কামারহাটিতে দলের এক সভায় সৌগত রায় বলেন, যারা তৃণমূল কংগ্রেসের এত সমালোচনা করছেন সেইসব বিরোধীদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করা হবে। কেন এমন মন্তব্য?
এনিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সৌগত রায় বলেন, ওরা যে ভাষা ব্যবহার করছে তার সঙ্গে আমি একমত নই। একটা কথা আমি কালও বলেছিলাম, যে ভাবে সিপিএম ও বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা সাধারণ তৃণমূল কর্মীদের পক্ষে সহ্য করা মুসকিল। দুজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তা নিয়ে ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর! এটা তৃণমূলের লোকেরা সহ্য করবে কেন?
সৌগতবাবু আরও বলেন, এমন মন্তব্যের কোনও ব্যাখ্য়া এর নেই। এটা নকশালদের একটা স্লোগান ছিল। বড়লোকের চামড়া দিয়ে গরিবের জুতো তৈরি হবে। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়। যারা তৃণমূলকে চোর বলছে তাদের উদ্দেশ্যে রূপক অর্থে ওই কথা ব্যবহার করেছিলাম। তবে না করলেই হয়তো ভালো হতো। এইটুকু ভুল হয়েছে। এমন কিছু ভুল হয়নি। দুঃখ প্রকাশ করতে পারি। ক্ষমা চাইবার কোনও প্রশ্নই নেই।
Topics
Saugata Roy BJP TMC Administration Kolkata