কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার BJP-র নবান্ন অভিযান। আর সেই দিনই খড়গপুরে সভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই সরব রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে দাবী ‘মুখ্যমন্ত্রী আগেই সরে পড়ছে’। বিজেপির এই মন্তব্যে পাল্টা সৌগত। তিনি বলেন,” এটা অসভ্যের মতো কথা। মুখ্যমন্ত্রী তার কর্মসূচি নিজে যেমন মনে করেছেন তাই করেছেন। বিজেপি তাদের কর্মসূচি তাদের ইচ্ছা মত করেছে। এই নিয়ে এই ধরণের কথা বলা খুব অপমান জনক। আমি তীব্র প্রতিবাদ করছি। এইসব অরাজনৈতিক কথা বলে বিরোধীদের এই অবস্থা।” তিনি বলেন, “বিজেপিতো উপেক্ষা করার মতোই শক্তি। পশ্চিমবঙ্গে ওদের কি আছে? কে কবে নবান্ন অভিযান করবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বসে থাকতে হবে। ওদের আমরা উপেক্ষাই করি।”
তিনি মেনকা গম্ভীরের সমন বিভ্রাটের প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে বলেন, “ED-তো এইরকমই করছে যথেচ্ছাচার করছে। ED হচ্ছে নরেন্দ্র মোদির ডান হাত। তিনি ED -কে ব্যাবহৃত করছে বিরোধীদের দাবিয়ে দেওয়ার জন্য।তারাও হাতে মাথা কাটছে।সুপ্রিম কোর্ট তাদের ক্ষমতা কিছুটা কমিয়েছে, তারপরও এইরকম করছে।”
Topics
Saugata Roy BJP TMC Administration Kolkata