কলকাতা টুডে ব্যুরো: ফের সৌগতর নিশানায় বিরোধীরা। সম্প্রতি দুর্নীতির দায়ে একের পর এক তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে। তৃণমূল নেতাদের কোর্টে নিয়ে যাওয়ার সময়, রাস্তাঘাট থেকে উঠছে “চোর চোর” স্লোগান। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সৌগত রায়ও। প্রায়শই বিভিন্ন সভা থেকে নিশানা সাধছেন তিনি।
‘তাল পড়লে দুঃখ করবেন না’ আবারও উত্তর ২৪ পরগণার একটি সভা থেকে সৌগত বলেন, ‘ পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। ‘
সৌগতর এই বক্তব্যে পাল্টা দিলীপ ঘোষের। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, আপনার নেতাদের যখন টিভিতে টাকার বান্ডিল নিতে দেখা যায়, তখন আপনার ছেলেরা রেগে যায় না। খালি আপনাদের চোর বললে রাগ হয়। মানুষ এ রাগ নামিয়ে দেবে, কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
Topics
Saugata Roy Dilip Ghosh BJP TMC Administration Kolkata