Home সংবাদবর্তমান আপডেট Shahjahan Sheikh: শেখ শাহজাহানকে দ্বিতীয় নোটিশ পাঠাল ইডি

Shahjahan Sheikh: শেখ শাহজাহানকে দ্বিতীয় নোটিশ পাঠাল ইডি

by Web Desk
Shahjahan Sheikh: শেখ শাহজাহানকে দ্বিতীয় নোটিশ পাঠাল ইডি

‘ফেরার’ তৃণমূল নেতা শেখ শাহজাহান

‘ফেরার’ তৃণমূল নেতা শেখ শাহজাহান। আরও একবার তাকে নোটিস পাঠাল ইডি। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এবার ইমেল মারফত তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে তল্লাশিতে গিয়ে তাঁর বাড়ির সামনে নোটিস টাঙিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেদিন থেকেই নিখোঁজ শাহজাহান। এর পর ২৪ তারিখও সেখানে গিয়ে ইডি তল্লাশি চালায়। শাহজাহানের তালাবন্ধ বাড়ির সামনে তাঁকে ইডি দপ্তরে হাজিরার নোটিস টাঙিয়ে দিয়ে আসা হয়। কিন্তু সেই নোটিসেও সাড়া দেননি সন্দেশখালির তৃণমূল নেতা। সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি তিনি। আইনি রক্ষাকবচ চেয়ে নিজের সই করা হলফনামা দিয়ে আগাম জামিনের আবেদন করেন বাদশা শাহজাহান। তিনি আগাম জামিনের  আবেদন জানান ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ ইডি আদালতে।

জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন

শেখ শাহজাহানের সই করা হলফনামা আদালতে পেশ করেই তাঁর আগাম জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন। শনিবার ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানি। বারাসত আদালতেরও দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা। সময় যত বাড়ছে, ততই ঘনাচ্ছে শাহজাহান অন্তর্ধান রহস্য। এখনও তৃণমূল নেতার কোনও খোঁজ পাওয়া যায়নি। তারই মাঝে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’কে দ্বিতীয়বার ইডির নোটিস। শেখ শাহজাহান আদৌ আগামী সপ্তাহে ইডির তলবে সাড়া দেন কিনা, সেটাই দেখার।

Related Articles

Leave a Comment