Home রাজনৈতিক ‘রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীরই ভরসা নেই, রাজ্যের মানুষ ভরসা করবে কী করে?,’ পাল্টা তোপ শমীকের

‘রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীরই ভরসা নেই, রাজ্যের মানুষ ভরসা করবে কী করে?,’ পাল্টা তোপ শমীকের

by Kolkata Today

‘রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীরই ভরসা নেই, রাজ্যের মানুষ ভরসা করবে কী করে?,’ পাল্টা তোপ শমীকের কলকাতা টুডে ব্যুরো:রাজ্য পুলিশের ওপর মুখ্যমন্ত্রীরই ভরসা নেই।

 

রাজ্যের মানুষ ভরসা করবে কী করে? শুধু শুধু কেন্দ্রকে দোষারোপ করে লাভ কী? সোমবার কেন্দ্রীয় সংস্থাগুলির স্বশাসনের দাবিতে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

 

তিনি বলেন, দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে কেন্দ্রবিরোধী জিগির তোলার চেষ্টা করছে তৃণমূল। তিনি আরও বলেন,”100 দিনের বকেয়া। অগ্রিম কাজ করিয়ে নিয়েছেন। সিএজি রিপোর্ট বলছে কিভাবে এখানে 100 দিনের কাজ হয়। এটা ওনার দাবি, কোনভাবেই কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া নয়।

 

আরও পড়ুনঃ রবীন্দ্র সরোবর লেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল রোয়িং, নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম

 

যদি সত্যিই পশ্চিমবঙ্গ বঞ্চিত হত তাহলে সেই বকেয়া আদায়ের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিজেপি ও কেন্দ্রের কাছে দাবি আদায়ের জন্য যেত।” তিনি ডিএ নিয়ে বললেন,”আদালত তো পরিষ্কার করে দিয়েছে তিন বছরের রেত্রস্পেক্টিভ এফেক্ট যারা পেনশন পাবে তাদের ও। তিনি প্রকাশ্যে বলতে পারেন যে এই রায় মানছেন না। অথবা উচ্চ আদালতে যেতে পারেন।”

Related Articles

Leave a Comment