Home রাজনৈতিক সারদাকাণ্ডে শুভেন্দু’র নাম জড়ানোর প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্য

সারদাকাণ্ডে শুভেন্দু’র নাম জড়ানোর প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্য

by Soumadeep Bagchi

‘তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্বল চিত্রনাট্য তৈরি করেছে,’ সারদাকাণ্ডে শুভেন্দু’র নাম জড়ানোর প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্য কলকাতা টুডে ব্যুরো:সারদা মামলায় নতুন করে সামনে এসেছে শুভেন্দু অধিকারীর নাম। সারদা কাণ্ডের মূল মাথা সুদীপ্ত সেন নতুন করে দাবি করেছেন তাঁর থেকে ৬ কোটি টাকা নিয়েছিলেন শুভেন্দু। যা নিয়ে অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের। রাজনৈতিক মহলেও চলছে জোরদার চর্চা। এবার শুভেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করতে মাঠে নামলো বিজেপি। এই প্রসঙ্গে দিন প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,” বাংলার মানুষ বোঝেন যে এমন কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল রটনা করছে। তিনি বলেন,” তিনি বলেন শুভেন্দু অধিকারী বিরুদ্ধে এটা তৃণমূলের অত্যন্ত দুর্বল চিত্রনাট্য মানুষ এটিকে প্রত্যাখ্যান করবেন।” এদিন শমীক ভট্টাচার্য বলেন ,পশ্চিমবঙ্গের সবদিক ধ্বংস হয়ে গেছে।” যারা গত বিশ বছর ধরে গুজরাট দাঙ্গার জন্য নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাদেরকে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ মানুষ বিজেপিকে ভোট দিয়ে তাদের সেই মিথ্যা দাবিকে প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন শমীক ভট্টাচার্য।

Related Articles

Leave a Comment