কলকাতা টুডে ব্যুরো:”তৃণমূলের কাছে তিনি ছিলেন সবথেকে বড় গদ্দার, পরবর্তীতে দলের আশীর্বাদে তিনি হয়ে গেলেন গদাধর। এবারে তিনি পদত্যাগ করলেন বেলাশেষে।”দীর্ঘ জটিলতার পর পিএসসির চেয়ারম্যান থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। এই ঘটনা প্রসঙ্গে এমন মন্তব্যই করলেন বিজেপি রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য।
তিনি বলেন,”সম্পূর্ণ অনৈতিকভাবে, অগণতান্ত্রিকভাবে বিধানসভার দীর্ঘকালীন পরম্পরাকে ভেঙে দিয়ে রাজনৈতিক শিষ্টাচারকে শিকেয় তুলে মুকুল রায়কে পিএসির চেয়রাম্যান করা হয়েছিল। এরাজ্যে গণতন্ত্র ব্যর্থ। এই সরকার বিরোধীদের পরিসরকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বিজেপির প্রতীকে জেতা বিধায়ক, গলায় উত্তরীয় পড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করলেন।
তৃণমূলের কাছে তিনি ছিলেন সবথেকে বড় গদ্দার, পরবর্তীতে দলের আশীর্বাদে তিনি হয়ে গেলেন গদাধর। এবারে তিনি পদত্যাগ করলেন বেলাশেষে।” তিনি আরও বলেন, “মুকুল রায় কেন পদত্যাগ করলেন সেটা জানা নেই। এখনও তাঁর কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভবিষ্যতে ওই শূন্য পদে পিএসসির চেয়ারম্যান কে হবেন, কাকে নিয়োগ করা হবে, কাকে বানানো হবে সেটা দেখেই বোঝা যাবে কি কারণে মুকুল রায়কে এতদিন পর পদত্যাগ করানো হল।”