Home রাজনৈতিক ‘দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য,’ অর্জুন প্রসঙ্গে সুর নরম শমীক ভট্টাচার্যর

‘দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য,’ অর্জুন প্রসঙ্গে সুর নরম শমীক ভট্টাচার্যর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:নাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন সিংহ। অর্জুনের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। ‘তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না, রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন।’

 

মন্তব্য তাঁর। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচা‌র্য বলেন, দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, নির্বাচনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন অর্জুন। ওঁর কিছু অসুবিধা হয়েছে ‌যার ফলে দলের উচ্চপ‌র্যা.এর সাথে কথা বলেছএন। তার কিছু প্রকাশ করেছেন গণমাধ্যমে তাতে কিছুই ওভাবে বলা ‌যায় না।

 

 

জিটিএ নির্বাচনের বিরোধিতায় গুরুং নিয়ে শমীক বলেন,” গুরুং কেন অনশন করছেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন। উনি পাহাড়ে এক সময় ঢুকতে পারেননি কেন?? আজ তিনি জিটিএ বিরোধী। আমরাও জিটিএর পক্ষে নই৷ অস্পৃশ্যতার রাজনীতি বিজেপি করে না। তবে গুরুং বিভিন্ন সময় দল বদলেছেন। কিন্তু এখন তার অবস্থান আগে তিনি স্পষ্ট করুন।

 

 

ক্যানিং জীবনতলায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে টাকা চাওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন,”পুলিশি তৃণমূল, তৃণমূলই পুলিশ। তাই তৃণমূল তোলাবাজি করবে এটা স্বাভাবিক। ” মানিকের শপথে নিয়ে শমীক বলেন,”কোথাও কোন বিরোধ নেই। সবার উপস্থিতিতে বিপ্লব দেবের মত নিয়েই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। “

Related Articles