Home রাজনৈতিক রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারের নাম সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে,জানালেন মমতা

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পাওয়ারের নাম সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে,জানালেন মমতা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ‘সর্বসম্মতিতে’ এনসিপি নেতা শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে। বৈঠকের পর জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বৈঠকে সর্বসম্মতিতে শরদ পওয়ারে নাম প্রস্তাব করা হয়েছে। উনি চাইলে আমরা সকলে ওঁকে সমর্থন করব।’’ পওয়ার রাজি না হলে ‘সর্বসম্মত ভাবে’ একজনকে প্রার্থী করা হবে বলে জানিয়েছেন মমতা।

 

এদিনের বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাদের এই মিটিংয়ে অনেক বড় বড় নেতা হাজির ছিলেন। শরদ পাওয়ার, খাড়গে, দেবেগৌড়ার মকো প্রবীণ নেতারা এসেছিলেন। সবাই মিলে আমাদের কাজ করতে হবে।

 

” শরদ পাওয়ার জানান, সব দল তাঁদের বক্তব্য পেশ করেছে। এখনও কোনও প্রার্থী ঠিক হয়নি। তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তা সর্বসম্মতভাবেই।

 

 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমরা এমন একজনকে নির্বাচনে দাঁড় করানোর কথা ভেবেছি যিনি গণতন্ত্র মেনে কাজ করবেন। যিনি সংবিধান মেনে কাজ করতে পারবেন। এতজন নেতা একসঙ্গে এসেছেন এই বৈঠকে। এটা আগে হয়নি। শিবসেনা, ডিএমকে, এনসিপি, কংগ্রেস সবাই এসেছে। তবে কয়েকটা দলের সদস্য আসেননি। সেটা হতেই পারে। কারও অসুবিধে বা কাজ থাকতেই পারে।”

Related Articles

Leave a Comment