Home সংবাদসিটি টকস অভিষেককে মোকাবিলা করতে না পেরেই এই মন্তব্য, শুভেন্দুকে খোঁচা কুনালের

অভিষেককে মোকাবিলা করতে না পেরেই এই মন্তব্য, শুভেন্দুকে খোঁচা কুনালের

বিজেপির নবান্ন অভিযানের পর শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা মন্তব্যকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিজেপির নবান্ন অভিযানের পর শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা মন্তব্যকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজার। এদিন সাংবাদিক বৈঠক করে সেই ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের মন্ত্রী শশী প্লাজা ও কুনাল ঘোষ। তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তৃণমূলের অভিযোগ সম্প্রতি এক কর্মীর সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা শুনে হাততালি দিচ্ছেন উপস্থিত কর্মীরা। এই ঘটনাকে ঘিরে এইবার শাসক দলের নিশানায় শুভেন্দু। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, অভিষেককে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এই ধরনের মন্তব্য করছেন শুভেন্দু। বিজেপির নবান্ন অভিযানের পর থেকেই রাজ্যে নতুন মাত্রা পেয়েছে শাসক-বিরোধী তরজা।

শশী পাঁজা এ দিন শুভেন্দুকে ব্যর্থ, দুর্নীতিগ্রস্ত রাজনীতিক বলে কটাক্ষ করেছেন। তাঁর নন্দীগ্রামের জয় স্বাভাবিক নয় বলেও কটাক্ষ করেছেন শশী।

অন্যদিকে কুণাল ঘোষের দাবি, শুভেন্দু যে অভিষেককে যে ভয় পাচ্ছেন, সেটা স্পষ্ট। তিনি মনে করিয়ে দিয়েছেন কী ভাবে বিধানসভা নির্বাচনের সময় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেককেও আক্রমণ করছে বিজেপি। তাঁর দাবি, বয়সে এত ছোট হওয়া সত্ত্বেও অভিষেককে দেখে ‘পা কাঁপছে’ শুভেন্দুর।

কুণাল ঘোষ বলেন, ‘অভিষেকের একটাই দোষ, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।’ তাঁর প্রশ্ন, মমতার আত্মীয় হওয়া দোষের? শুভেন্দু নিজেও রাজনৈতিক পরিবারের সদস্য, তা সত্ত্বেও কেন অভিষেককে আক্রমণ করা হচ্ছে? কুণাল ঘোষ আরও উল্লেখ করেন, অভিষেক তাঁর বা শুভেন্দুর থেকে বয়সে অনেক ছোট, তাই কুরুচিকর মন্তব্য করে নিম্নরুচির পরিচয় দেওয়া হয়েছে বলে দাবি কুণালের।

Topics

Shashi Panja BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment