Home সংবাদসিটি টকস শাহজাহান যেন লাদেন! ওসামা বিন লাদেনের মত ভয়েস নোট পাঠাচ্ছে শাহজাহান, বললেন ইডি

শাহজাহান যেন লাদেন! ওসামা বিন লাদেনের মত ভয়েস নোট পাঠাচ্ছে শাহজাহান, বললেন ইডি

by Web Desk
শাহজাহান যেন লাদেন! ওসামা বিন লাদেনের মত ভয়েস নোট পাঠাচ্ছে শাহজাহান, বললেন ইডি

শাহজাহান যেন লাদেন ! শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি

এবার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি। কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, ‘‘ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?’’

ইতিমধ্যেই সন্দেশখালি মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে জানানো হয়, শাহজাহানের বাড়ির সামনে ১০টি সিসিটিভি লাগানো হয়েছে। বিচারপতির প্রশ্ন তখন তবে কি এখনও তাকে ধরা যায়নি? সূত্রের খবর ,রাজ্যের তরফ থেকে জানানো হয় খোঁজ চলছে।

ইডির উদ্দেশে বিচারপতির বক্তব্য একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা ধরতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না। আর সিবিআই গ্রেফতার করতে পারবে, এটা মনে করছেন?

এই ইডি জানায় দুর্নীতির বিরুদ্ধে ইডির লড়াই। কিন্তু পুলিশ এখনও খুজে উঠতে পারেনি শাহজাহানকে।

 বুধবার সন্দেশখালি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয় সিবিআই এবং রাজ্যকে এক জন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম দুপুর ২টোর মধ্যে আদালতে জমা দিতে হবে। বিকেল ৪টায় সেই রায় ঘোষণা করবে হাই কোর্ট।

সন্দেশখালি মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন। রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়।

একটি অডিয়োবার্তা ভাইরাল হয়েছে

ইতিমধ্যেই একটি অডিয়োবার্তা ভাইরাল হয়েছে। সেখানে বক্তা নিজেকে শাহজাহান বলে দাবি করেন । ওই কণ্ঠে শোনা যায়, ‘‘আমার অঞ্চলের সভাপতি যাঁরা আছেন, যুব সভাপতি যাঁরা আছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক যাঁরা আছেন, সবার কাছে আমার অনুরোধ— এই সব সিবিআই, ইডিকে নিয়ে কোনও ভয় নেই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র।’’ পাশাপাশি এ-ও বলেন, ‘‘আমি কোনও দিন অন্যায়, কোনও অপরাধের সঙ্গে যুক্ত নয়। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোনও রকম অপরাধে যুক্ত, তা হলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেব।’’ এই অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টুডে । ওই অডিয়োবার্তার প্রসঙ্গই বুধবার আদালতে তোলে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহাজানের বাড়িতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল।  বেধড়ক মারধর করা হয় তাদের,সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধির ওপরেও হয় হামলা। ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ‘নিখোঁজ’। এই ঘটনায় একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা করল রাজ্য বিজেপি।

প্রসঙ্গত, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি মার্কেটেও লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

Related Articles

Leave a Comment