শেখ শাহাজাহানের বাড়িতে বসানো হল সিসি ক্যামেরা
গত ১২ ,১৩ দিন ধরে নিখোঁজ শেখ শাহাজাহানের বাড়িতে বসানো হল সিসি ক্যামেরা। সূত্রের খবর,বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে তিনটি সিসি ক্যামেরা বসানো হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি মার্কেটেও লাগানো হয়েছে সিসি ক্যামেরা এমনটাও জানা যাচ্ছে সূত্র মারফত। কেন লাগানো হল সিসি ক্যামেরা? কারণ হল শাহাজাহান বাড়িতে আসা যাওয়া করছে কিনা বা সে বাড়ির ভিতরে উপস্থিত আছে কিনা সেদিকে নজর রাখার জন্যেই বসানো হয়েছে সিসি ক্যামেরা।
অন্যদিকে যে আবেদন শাহজাহান করেছিল নিজের আইনজীবী মারফত, মঙ্গলবার সেই আবেদন প্রত্যাহার করে নেয় তিনি। বিপদ বুঝেই কি এই সিদ্ধান্ত। সেই প্রশ্নই এখন ঘুরছে।
শাহাজানের বাড়িতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল
উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহাজানের বাড়িতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। বেধড়ক মারধর করা হয় তাদের,সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধির ওপরেও হয় হামলা। ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ‘নিখোঁজ’।
কলকাতা হাইকোর্টে আবেদন করতে চান ‘নিখোঁজ’ শেখ শাহজাহান। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে তাঁর আবেদন জানান তিনি,’আমার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।’ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শাহাজাহানের আইনজীবী’র এই আবেদন। কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? এই প্রশ্ন তোলেন বিচারপতি। মামলায় অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ বিচারপতি’র।