Home সংবাদসিটি টকস শহরে ধনভান্ডারের হদিস, শিবপুরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও গয়না

শহরে ধনভান্ডারের হদিস, শিবপুরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও গয়না

ফের শহরে ধনভান্ডারের হদিস। হাওড়ার শিবপুরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও গয়না। প্রচুর টাকার অনলাইন লেনদেন দেখেই সন্দেহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের শহরে ধনভান্ডারের হদিস। হাওড়ার শিবপুরে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও গয়না। প্রচুর টাকার অনলাইন লেনদেন দেখেই সন্দেহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয় মামলা। তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জালিয়াতির তদন্তে নেমেই মিলল বিপুল পরিমাণ টাকা, গয়নার হদিশ। হাওড়ার একটি অভিজাত আবাসনের গাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২ কোটি ২০ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার হয়েছে সোনা, রূপো ও হীরের বহু মূল্যবান গয়নাও। আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। এই গাড়ির মালিকের নাম অরবিন্দ পাণ্ডে। তাঁর ভাই শৈলেশ পাণ্ডে এই প্রতারণা মামলায় মূল অভিযুক্ত।

কিছুদিন আগে একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখার সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের লেনদেন নিয়ে সন্দেহ হয় ব্যাঙ্ক আধিকারিকদের। একই দিনে প্রচুর টাকার লেনদেন হত ওই অ্যাকাউন্ট দিয়ে। প্রাইমারি হোল্ডার, যাঁদের টাকা ঢুকছিল ওই অ্যাকাউন্টে, তাঁদেরকে ডেকে পাঠায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের কথায় বেশ কিছু অসঙ্গতি থাকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বুঝতে পারে, এই অ্য়কাউন্টগুলি দিয়ে বেশ কিছু ফ্রড টানজাকশন হয়েছে। যেমন অনলাইন প্রতারণার ক্ষেত্রে মূলত হয়ে থাকে। উল্লেখ্য, গার্ডেন রিচের আমির খানের বিষয়টিরও ক্ষেত্রেও একই রকম লেনদেন হয়েছিল। এরপরই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, সাইবার ক্রাইম শাখার তদন্তকারীরা হানা দেন হাওড়ার শিবপুরের অভিজাত আবাসনে হানা দেন। মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডে ফেরার। কিন্তু তাঁর ভাইয়ের গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা-হীরের গয়না উদ্ধার হয়েছে। এমনকি যে দুটি অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকছিল, সেখান থেকে ২০ কোটি টাকা ফ্রিজ করেছে কলকাতা পুলিশ।

Related Articles

Leave a Comment