Home সংবাদসিটি টকস ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, শিবপুরের আবাসন থেকে উদ্ধার ৬ কোটি

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, শিবপুরের আবাসন থেকে উদ্ধার ৬ কোটি

শিবপুরে আবারও কয়েক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এর আগে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২ কোটি টাকার বেশি নগদ। আর এবার একটি ফ্ল্যাটের ভিতর থাকা বক্স খাট থেকে প্রায় ৬ কোটি টাকা উদ্ধার হল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শিবপুরে আবারও কয়েক কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এর আগে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২ কোটি টাকার বেশি নগদ। আর এবার একটি ফ্ল্যাটের ভিতর থাকা বক্স খাট থেকে প্রায় ৬ কোটি টাকা উদ্ধার হল। রাতে শিবপুরের ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেনে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এই ফ্ল্যাটটি ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের ভাইয়ের। এদিকে গোটা ঘটনায় মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডে এখনও পলাতক।

জানা গিয়েছে, গতকাল শৈলেশের ভাই রোহিত পাণ্ডের অপ্রকাশ মুখার্জি লেনের ফ্ল্যাটে পৌঁছে যান গোয়েন্দারা। রাত ৮টা নাগাদ পুলিশ এই ফ্ল্যাটটিতে তল্লাশি শুরু করে। পরে গিয়ে গভীর রাতে তল্লাশি শেষ হয়। টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়। সেই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, এই ফ্ল্যাটেই শৈলেশের পরিবার থাকত। রোহিত মাঝে মধ্যে আসত সেখানে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট। এর আগে হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে শনিবার রাতে দুই কোটি কুড়ি লাখ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছিল, সেই গাড়ি শৈলেশের ভাই অরবিন্দ পাণ্ডের। প্রসঙ্গত, কানাড়া ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে শনিবার রাতে শৈলেশের তিনটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেই সময়ই এই বিপুল অর্থ উদ্ধার হয়েছিল।

জানা গিয়েছে, শৈলেশ ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করত। নরেন্দ্রপুরে ব্যাঙ্কের শাখার একটি অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হতেই কানাড়া ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের করা হয়। শৈলেশের বিরুদ্ধে অভিযোগ, একাধিক লোককে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন তিনি। ঋণ না পেয়ে প্রতারিত কয়েকজন ওই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের কাছে অভিযোগ জানান। এরপরই ওই ব্যাংকের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় ও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শৈলেশের দুই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সেই অর্থ ফ্রিজ করা হয়েছে।

Related Articles

Leave a Comment