Home রাজনৈতিক একনাথ শিন্ডের সঙ্গে বিদ্রোহী শিবিরে যোগদানকারী সমস্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শিবসেনা

একনাথ শিন্ডের সঙ্গে বিদ্রোহী শিবিরে যোগদানকারী সমস্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শিবসেনা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:শিন্ডের বিদ্রোহের কারণে এমভিএন সরকার চরম রাজনৈতিক সংকটের পড়ায় মুখ্যমন্ত্রী এবং সেনা সভাপতি উদ্ধব ঠাকরে দলের জাতীয় কার্যনির্বাহী সভা ডাকেন। শনিবার দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকে একনাথ শিন্ডের সঙ্গে বিদ্রোহী শিবিরে যোগদানকারী সমস্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। অন্য একটি সিদ্ধান্তে প্রস্তাবও পাস হয়েছে যে, অন্য কোনও রাজনৈতিক দল শিবসেনা এবং এর প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের নাম ব্যবহার করতে পারবে না।

 

উদ্ধব ঠাকরেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতীয় কার্যনির্বাহী। “কার্যনির্বাহী সিদ্ধান্ত নিয়েছে, শিবসেনা বাল ঠাকরের এবং তাঁর হিন্দুত্ব ও মারাঠি গর্বের উগ্র আদর্শকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। শিবসেনা কখনই এই পথ থেকে বিচ্যুত হবে না,” বলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি আরও বলেন, “একটি প্রস্তাব পাস হয়েছে, যারা দলের

আরও পড়ুনঃ  উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে হালকা বৃষ্টি, জানাল হাওয়া অফিস

 

সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত ক্ষমতা সভাপতি উদ্ধব ঠাকরেকে শিবসেনা দিয়েছে।”

এদিন আদিত্য ঠাকরে বললেন, “কী ঘটেছে আপনারা সব জানেন। এই বিশ্বাসঘাতকতা ভুলব না আমরা। আমরাই জিতব’,

Related Articles

Leave a Comment