কলকাতা টুডে ব্যুরো:গত বছরের আজকের দিনেই তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখল করেছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত বছরের এই দিনেই তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করে জোড়াফুল। তৃতীয় তৃণমূল সরকারের এই সাফল্যের দিনটিতে শাসকদলকে টুইটে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন টুইটে শুভেন্দু লিখেছেন, ”গত বছর আজকের অভিশপ্ত দিনে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার “দোষে” সাধারণ ভোটার, বিরোধী দলের বিশেষত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিবারবর্গের ওপর নেমে আসে শাসক তৃণমূল দলের পোষ্য গুন্ডাদের ভয়ংকর পাশবিক খাঁড়া। অমানুষিক নির্যাতনের নজির সৃষ্টি হয় বাংলায়।”
তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় বর্ষপূর্তির দিনে নন্দীগ্রাম জয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
টুইটে শুভেন্দু অধিকারি লিখেছেন, ‘প্রণাম নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে আমার ওপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য নন্দীগ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ। নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করা আমার সংকল্প।এই জয় ভবিষ্যতের বৃহত্তর কঠিন লড়াইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়েছে ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে।’