কলকাতা টুডে ব্যুরো:মমতার একটি সভার বক্তব্য ঘিরে ভিডিও টুইটারে আপলোড করে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাই এর দিনে যেখানে মমতা বলেছেন, ‘২১ জুলাই আমাদের শহিদ তর্পনের দিবস। ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস।’ এই ভিডিও আপলোড করে নিরপত্তা ইস্যুতে ‘হুমকি’ বলে ব্যাখ্যা করেছেন বাংলার বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই এহেন স্পর্শকাতর পরিস্থিতিতে মমতার ভিডিও আপলোড করে শুভেন্দু টুইট যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, বলে চাপান উতোর রাজনৈতিক মহলে।
এদিন সকালেই উদয়পুর হত্যাকাণ্ডের ইস্যুতে মমতা বন্দোপাধ্যায় টুইট করে জানান, ‘হিংসা এবং উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তা সেটা যেই কারণেই হোক না কেন। আমি উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করছি। আইন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি সকলকেই শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুনঃ হিংসা এবং উন্মাদনা কোনওভাবেই বরদাস্ত করা যায় না,’ রাজস্থানের নৃশংস খুনের ঘটনায় টুইট মমতার
মমতার এই টুইট করার কিছু সময় বাদে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিওটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে এনে তাঁকে আক্রমণ করলেন।