কলকাতা টুডে ব্যুরো:”মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক এতটাই অপ্রাসঙ্গিক যে দেশের প্রধান বিরোধী দলের সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, কেউ যাচ্ছেন না।” রাজধানীতে মমতার ডাকা বৈঠকে এই ভাষাতেই আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেন,”বৈঠকের গুরুত্ব থাকলে কংগ্রেস সভানেত্রী অবশ্যই যেতেন। তার জায়গায় জয়রাম রমেশের মতো কংগ্রেসের কেরানিরাই শুধু যাচ্ছেন। কেসিআর, জগনরা কেউ যাননি।”
এ দিন দিল্লিতে মমতার বৈঠক নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডি, তেলঙ্গানার কেসিআর, ওড়িশার নবীন পট্টনায়েক ভোরবেলাতেই বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।