কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার, ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা। তবে কীভাবে হবে সমস্যার সমাধান, কীভাবে কাটবে নিয়োগ-জট তা নিয়ে সমাধানসূত্র এখনও অধরা। বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি, সমাজের স্তরের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো ছাড়া এখনও প্রাপ্তি শূন্য। নিজেদের দাবিকে আরও জোরালো করার দাবিই অবস্থান আন্দোলনের ৬০০ তম দিনে তুললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের ভাষায় যা ‘বঞ্চনার ৬০০ দিন’।
চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৬০০ দিনে নতুন মঞ্চ করল আন্দোলনকারীরা। নাম দেওয়া হয়েছে,, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ। অধিকার বিশেষ করে চাকরির নিয়োগপত্র সুনিশ্চিত না করা পর্যন্ত আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হবে বলেও এদিন জানালেন আন্দোলনকারীরা।
আগামী দিনে এই মঞ্চের সদস্যরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে কতদিন এই আন্দোলন কার্য চালিয়ে যেতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।