কলকাতা টুডে ব্যুরো:বিজেপি ২০২১ সালের পরাজয়কে মেনে নিতে পারেনি সেই কারণে এই প্রতিহিংসার রাজনীতি করছে এবং সিবিআই দপ্তর থেকে বেরিয়ে এমনই অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।
তিনি বলেন ,”এই ভাবে তৃণমূল কংগ্রেস কে দাবানো যাবেনা”।
শওকত মোল্লার সংযোজন ১০০ বার ডাকলেও আমরা আসব।আমরা ডাকলে মাথা উঁচু করে আসবো মাথা উঁচু করে বেরোবো।” তিনি এদিন সুর চড়িয়ে বলেন,”তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করার উদ্দেশ্যেই এই ভাবে পরিকল্পনা করে এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি।”
এর আগে গত ২৭ মে শওকতকে চিঠি দিয়ে ডেকে পাঠায় সিবিআই। তাঁকে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার নিয়ে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছিল। আনতে বলা হয়েছিল তাঁর ব্যাঙ্ক লেনদেনের যাবতীয় নথিও। তা ছাড়া তাঁর নামে যদি কোনও ব্যবসা বা কোনও ঋণ থাকে— তারও পূর্ণাঙ্গ বিবরণ-সহ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু পূর্ব নির্ধারিত কাজ আছে জানিয়ে, সেই দফায় হাজিরা দেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ১৫ দিন সময় চান তিনি। তার পর আবার তাঁকে নোটিস পাঠায় সিবিআই। সেই নোটিসেই সাড়া দিয়ে বুধবার তিনি হাজির হলেন নিজাম প্যালেসে।
Topics
Soukat Molla BJP TMC Administration Kolkata